লেটো গান : ‘চাষার সঙ’
রে দুর্মতিগণ,
তোদের কেন এ দুর্ঘটনা।
করিস গাছে লম্ফ ঝম্ফ,
কেন থির হয়ে এখন॥
বড় সব উৎপাত করিতে,
আল্গী পেয়ে প্রাণ কাঁদাতে,
কোথায় সেই ভীষণ রব,
পড়ে আছ কেন নীরব,
যে দিকে চায় কেবলি শব,
ঠিক হয়েছে রে দুর্জন॥
তোদেরই ঐ দৌরাত্ম্যে,
শান্তি ছিল না প্রাণেতে,
জমিতে ফসল হলে,
ছারখার করিতে সকলে,
এবে দশা হয়েছে কেমন॥
যেমন কর্ম তেমনি ফল,
গেলি তোরা দুষ্ট খল,
এখন পড়ে ধরণীতল,
নজরুল এসলামে কয়,
এই তো দুষ্টের দমন॥