লেটো গান : ‘কুলসুম’
তোমরা এখন এমন করে ঝগড়া করো না।
কে করিবে আমায় বিয়ে? ঝগড়া করো না॥
আশ্চয জিনিস এনেছ সবে,
ফয়সালা তার করা হবে,
চাচাজান ফিরলে কথা হবে, মানবে তোমরা তিনজনা॥
চাচাজান করিবেন বিচার,
বিচারে আমি হইব যার,
সেই হইবে স্বামী আমার, পুরিবে তার বাসনা॥