লেটো গান : ‘বাবলুর মা [স্বামীর অভিশাপ]’
তুমি দুঃখ দিতে ভালোবাসো, আমি তাইতো নিলাম দুখের ব্রত।
তুমি যতই আঘাত হানবে হে প্রিয় আমি পাষাণ হয়ে সইবো তত॥
মাথায় ছিল বরণ ডালা, কণ্ঠে ছিল প্রেমের বাণী,
সকল ফেলে, তুমি নিলে শূন্য হাতের প্রণামখানি,
হৃদয় আমার চাই যে গো চাই তোমার চরণে নিবেদিত॥