লেটো গান: ‘বাবলুর মা [স্বামীর অভিশাপ]’
চাঁদের আলো সম, রূপসী ছিলাম, তোমাদের মত আমি গো।
পিওর সোপ ছাড়া হতো না গা ধোওয়া,
রসগোল্লা ছাড়া হতো না জল খাওয়া,
সন্ধ্যাবেলায় খেতাম ক্ষীর নাড়ু মোওয়া, এখন পোড়া মুড়ি মেলা দায় গো॥
নিত্যি পার্কে যেতাম, চড়ে ঘোড়-গাড়ি।
অঙ্গের বসন ছিল বেনারসী শাড়ি,
শত ব্রাণ্ডির বোতল যেত গড়াগড়ি, এখন গ্যেঁজা তাড়ি মেলা দায় গো॥
পাশ করা ডাক্তার ছিল মাইনে করা।
দিনে দু’বার এসে দেখে যেত তারা,
কত ঔষধ ছিল শিশি বোতলে ভরা। এখন একশিশি পাঁচন পাওয়া দায় গো॥
নাম শুনে বাঘে-গরুতে ঘাটে খেত জল,
পদ ভরে মেদিনী করত টলমল।
এখন ভিক্ষার ঝুলি করেছি সম্বল, এই মোর কপালে ছিল গো॥
স্বামীর যত কষ্ট আমারি কারণ,
আনাচে কানাচে কতজনা করিত ভ্রমণ,
এই বন্ধুজনের কত করেছি যতন, এখন পায়ে ঠেলে দিয়ে গেল গো॥
ভ্রমর কবি নজরুল এসলাম,
(বলে) স্বামীর অভিশাপে এই পরিণাম
হয়েছে এখন কঠিন ব্যারাম, স্বামীকে কোথা খুঁজে পাই গো॥