বুড়ি কর্তামায়ের গলা ফুলা হয়েছে

  • তাল : -

বুড়ি কর্তামায়ের গলা ফুলা হয়েছে

লেটো গান : ‘বিদ্যা ভুতুম’

বুড়ি কর্তামায়ের গলা ফুলা হয়েছে ভালো।
ঝোলাগুড় যা খেয়েছিল বেরিয়ে গেল॥
হাতির গলায় লাগা তরমুজ ভাঙি মুগুরে,
সেই ভাবে বুড়ির চিকিৎসা মুগুর মেরে।
ও বুড়িমা উঠে বস তোমার রোগ সেরে গেল॥
ভ্রমর কবি বলে ভুতুম এখনি পালা,
মরলি বেটা মিছে কাজে, ফাঁসিতে ঝোল আজ॥
(বেটা) খোঁড়া হয়ে উঠতে চাস্ পাহাড়ে
নির্বুদ্ধির মরণ আজ হলো গো-ভাগাড়ে
হাতুড়ে কবরেজ বেটা নাইকো রে তোর লাজ॥
(তোর) যেমন শাদি মোবারক বাদী হলো,
ভ্রমর কবি আসর মাঝে বলে তা গেল,
এবার ফাঁসি কাঠে ঝুল্লি বেটা সাঙ্গ খেলা আজ॥