লেটো গান : ‘বুড়ো জমিদারের সঙ’
গোলোক বৈকুণ্ঠপুরী সবার উপর।
লক্ষ্মীসহ তথায় আছেন গদাধর॥
তথায় অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু
যাহা চাই, তাহা পাই, নাম কল্পতরু॥
দিবানিশি সদা চন্দ্র-সূর্যের প্রকাশ।
তার তলে আছে দিব্য বিচিত্র আবাস।
নেতপাট সিংহাসন উপরেতে তুলি।
বীরাসনে বসিয়া আছেন বনমালী॥