লেটো গান : ‘বুড়ো জমিদারের সঙ’
বুড়ো জমিদার, ঘোড়া সেজে, জব্দ এইবারে।
রক্ষা কর, রক্ষা কর বলে কাঁদে চরণ ধরে॥
এই বার ইষ্টদেবে, কররে স্মরণ,
মোর হাতে তোর হবে রে মরণ,
লেদে ফেলবি ঘোড়ার মতন, ছোটাব তোরে॥
তুই যেমন পাজি, তেমনি রে তোর ললাটের লিখন,
লগুড় মেরে অস্থি পাঁজর করব রে চূর্ণন,
যেমন সাজা হয় রে বেটা, হাঁড়ি খেকো কুকুরে॥
বেটা হাঁড়ি খেকো কুকুর, খেতে এলি পরের হাঁড়ি,
দেখরে ঘোড়া, পড়ছে পিঠে ভীম লগুড়ের বাড়ি,
কেউ নাই আজ, আমার হাতে রক্ষিবে তোরে॥
বেটা বুড়ো ঘোড়া, শয়তানী তোর আজকে ঘোচাব,
মুখে থুতু দিয়ে বেটাকে নরক পাঠাব,
নজরুল এসলামে বলে, হাঁড়ি খেকো কুকুর জব্দ মুগুরে॥