লেটো গান : ‘বুড়ো জমিদারের সঙ’
বুড়ো ঘোড়া ডাকছিস যমে, এখন রে তোর দুঃসময়।
ও তোর মুখে দড়ি, পিঠে বাড়ি, মুখ হয়েছে ফেনাময়॥
বেটা বুড়ো ভেড়া কি করিলি,
পর নারীতে কু-দৃষ্টি দিলি,
তাই কোড়ার চোটে পিঠ হবে তোর রক্তময়।
পড়েছিস্ দৈব দুর্বিপাকে,
ঘোরাব রে দড়ি দিয়ে নাকে,
আবার অপমানে, অপমানে প্রাণ হবে তোর সংশয়॥
পেলি কত লাঞ্ছনা সাজা,
ছি ছি বুড়ো নাই তোর লজ্জা,
দেখ্ছিস এখন কেমন মজা, এটা দই বেচা তো নয়॥
বেটা মরগা ডুবে হাঁটু জলে,
নয় রশি লেগারে গলে,
ছোঁচা কুকুর ধরা পড়লে, এমনি ধারা সাজা হয়॥
নজরুল এসলাম কয় দর্পে
বেঙাচি হইয়া সর্পে
দ্বন্দ্ব করে, মনস্তাপে, ভাবছিস্ এখন কি হয়, কি হয়॥