লেটো গান : ‘হারাধনে বিয়ে [বিয়ে পাগলা ছেলে]’
তা-রে না-রে-না॥
আমার মা বলেছে গরু চরাতে, তা-রে না-রে না।
আমার বাপ বলেছে পাঠশালে যেতে, তা-রে না-রে না॥
আমি ডাঙ্গালের মাঠে গরু চরাব তা-রে না-রে না,
আমি ফিঙের সাথ নাচবো গাইব, তা-রে না-রে না,
আমি আর যাব না পাঠশালে পড়তে, তা-রে না-রে না॥
গুরু মশায়ের হাতে ছড়ি, তা-রে না-রে না,
পড়া না হলে পিঠে বাড়ি, তা-রে না-রে না,
নজরুল এসলাম বলছে পড়তে, তা-রে না-রে না॥