লেটো গান (পালা) : ‘রাজা জয়চাঁদের ধর্ম পরীক্ষা’
মন জুড়াতে জুড়ি নাই মোর, আমি বনমাঝে বনফুল।
সৌরভে মোর এত দিনে আসিল হে অলিকুল॥
বন মাঝে থাকি বনেতে বেড়ায়,
ফুলরেণু মাখি ফুলে ও পাতায়,
নেচে গেয়ে ফিরি বনলতায়, আমি বন বুলবুল॥
কত দিন পর তুমি এলে হে,
আমি আছি তব পথ চাহি হে,
আমি যে তোমার, তোমার লাগি হে আমি হয়েছি আকুল॥
কমলার ফুল আমি কমলিনী,
এই উপবনে আমি বনরানী
এ মনবারতা দেয় হাতছানি, মোর মন বাগে তুমি হে রাতুল॥
নজরুল এসলাম গান গায়,
লেটোর আসরে মধুর কথায়,
রাজার কি হয়, দেখিবে সবায় রাজার হৃদয় হয়েছে আকুল॥