লেটো গান : ‘আকবর বাদশা’
দেখ, নয়ন মেলে, কর্মের অনুরূপ ফল তোর এখন।
এখন কেন নিঃশব্দেতে ভূমি শয্যায় করি শয়ন॥
তুই রে গৌড়-বঙ্গে রাজা হয়ে,
এসেছিলি সম্রাট জয়ে,
তেমনি আজ জীবন বিহীন,
হয়েছে তোর দেহ মলিন,
ধূলা মলিন, পড়ে আছিস, হয়ে বক্ষ বিদারণ॥
মস্তক কেটেছে সৈন্যতে
তোর, দেহ পড়ে ভূমিতে,
ধূলা কুসুম শয়নে,
করবে মজা শৃগালগণে,
শব তোর বেড়াবে টেনে, আজ কেন রে নাই অন্বেষণ॥
খঞ্জরে খঞ্জরে কেন,
নিঃশব্দ হয়েছিস হেন,
(তোর) সৈন্যগণ রণে ভঙ্গ,
লেগেছে বিষম রঙ্গ,
তোর ঐ বাক্য প্রসঙ্গ, রইল কই, বেহায়া দুর্জন॥
ভেবেছিলি ভিক্ষু সন্তান,
হব আমি রূমের সুলতান,
শুনে হাসি পায়, গাধা কি, জিনে ঘোড়ায়?
ঘুটে কুড়ুনীর বেটা, রেশমি পোষাক পরে এখন॥
(বেটা) শয়ন করেছিলি চটে,
লক্ষ টাকার স্বপ্ন ঘটে,
মেথররা মনে ভাবে,
জজ সাহেব হব এবে,
নজরুল এসলাম বলে ভেবে, কোথা রে তোর সে আস্ফালন॥