দাও দখিনা, দাও গো বিদায়, কারবালাতে যায়।
রণ ডংকা বাজিয়ে গেল, এজিদের সিপাই॥
রণে যদি না যাই প্রিয়ে, হাকারের দিনে,
কেমনে মুখ দেখাইব নবীজীর সামনে,
রণে যেতে হলো বেলা, কেহ বুঝি বেঁচে নাই॥
কাশেম আলী রণে গেল,
সেই রণে নবীজী ছিল,
শারাবন তহুরা পানি, নবীজী পিলায়॥
কাশেম আলির লাশ লয়ে,
মঞ্জিলে মঞ্জিলে যেয়ে,
মঞ্জিলে মঞ্জিলে যেয়ে, দামেস্কে পৌঁছায়॥