মরুর তরু তলে দখিনা ঘুমায়

  • তাল : -

মরুর তরু তলে দখিনা ঘুমায়

মরুর তরু তলে সখিনা ঘুমায়।
মুছে নাও মেহেন্দীর হাতে, মুছে নাও॥
পিপাসায় ভুলিতে নারে,
কবরের হাহাকারে,
সে ফুল ফুটিল রে, মোর বেদনায়॥