কালা আমার নীলাম্বরী

  • তাল : -

কালা আমার নীলাম্বরী

কালা, আমার নীলাম্বরী ভিজিয়ে দিলে যমুনার জলে।
হায়, কি বলিব, ননদীকে, কারণ শুধালে॥
এ কি খেলা ছিঃ ছিঃ হরি,
পথে কেন, এ খুনসুড়ি,
আমার হাত ধরিয়ে, ভাঙ্লে চুড়ি, গাগরি১ উছলে॥