সখি একেলা যাব না যমুনা

  • তাল : -

সখি একেলা যাব না যমুনা

সখি, একেলা যাব না যমুনা।
কালো ছোঁড়া, বাঁশি হাতে পিছু ছাড়ে না॥
যমুনাতে জল আনিতে,
তাই চলি লো সখি সাথে,
বড়ায়ি লো কথাটা শোন না॥
যখন ভরি গাগরি,
কালো ছোঁড়া ধরে বাঁশরি,
বাঁশরি সুরে হই লো আনমনা॥
সুরের তালে তালে চলি,
গাগরি বারি পড়ে উছলি,
ভিজে যায় মোর নীল ওড়না॥