কৃষ্ণকে, কালো ব’লো না, কৃষ্ণ আমার নয় গো কালো।
কৃষ্ণ আমার নয়ন-মণি, কৃষ্ণ নামে জ্বলে আলো॥
কালা যখন বাজায় বাঁশি,
তখন গাগরি ভরণে আসি,
(বাধা পেলে) উনান শালে কাঁদি বসি, কোথা আমার শ্যাম উজলো॥
কাক কালো, কোকিল কালো,
তাহার অধীন তমাল কালো,
কাক-স্বরে জাগে মানুষ, কোকিল-স্বরে মন মাতাল॥