বুঝলাম নাথ এতদিনে, যুবকের ছলনা হে।
কোথা শিখিলে এ প্রণয়, আমারে বল না হে॥
তোমার হিয়া কঠিন অতি,
জান না শ্যাম প্রেমের রীতি,
তাই নিভালে প্রণয় বাতি, আর বাতি জ্বলে না হে॥
এইরূপে কত কামিনী,
মজায়েছেন গুণমণি,
কপাল দোষে বিরহিণী, তোমার আর হলো না হে॥
বিরহ জ্বালায় মরিলাম,
আর জ্বালায়ো না শ্যাম,
ভেবে বলে নজরুল এসলাম, মেরো না ললনা হে॥