কেমনে ধৈর্য ধরি, বল লো বল সহচরী।
সহে না বিরহ জ্বালা, ঐ জ্বালাতে জ্বলে মরি॥
শ্যাম বঁধুকে ভালোবাসি,
হলাম ছি সই কুলনাশী,
ইচ্ছা হয় নিই গলে ফাঁসি, না হয় নিব গলে ছুরি॥
পাড়ার যত রসবতী,
রসকথা কয় আতি অতি,
আমি সরলা যুবতী, বল কেমনে সহ্য করি॥
নজরুল এসলামে বলে,
শ্যামনাগর যে তোমায় ছলে,
ছলনা করে, প্রেমছলে, খেলিছে হে লুকোচুরি॥