এসো প্রাণে গিরিধারী

  • রাগ : Voirobi
  • তাল : kaharba

এসো প্রাণে গিরিধারী

এসো প্রাণে গিরিধারী বন-চারী
গোপীজন-মনোহারী।
চঞ্চল গোকুল-বিহারী ॥
লহ নব প্রীতির কদম-মালা
আনন্দ-চন্দন, প্রেম-ফুল-ডালা
নয়নে আরতি-প্রদীপ জ্বালা
অঞ্জলি লহ আঁখি-বারি ॥
প্রণয়-বিহ্বলা প্রাণ-রাধিকা
পরেছে তব নাম কলঙ্ক-টীকা ।
অথির অনুরাগ গোপ-বালিকা
চাহে পথ তোমারি ॥