রাধে, তোর খাঁটি প্রেমের ভালোবাসা মাটিতে লুটায়।
মানের দায়ে, প্রাণের বঁধু, দিয়েছো বিদায়॥
তাঁর মানে তোর ব্রজেতে মান,
তোর কাছে কি শ্যাম কালাচাঁদ,
তোর চরণতলে, সেই কালাচাঁদ কেঁদে বুক ভাসায়॥
ললিতে কয় রাধারানী,
কাঁদাসনে শ্যাম চিন্তামণি,
কাঁদালে কাঁদিতে হবে, শুধু মানের দায়॥
চূড়া বাঁশি লয়ে পদে,
ক্ষমা করগা ওলো রাধে,
ব্যথাহারীর এই বিপদে, তোর মান কি শোভা পায়॥