ঘর জামাই-এ বিয়ে করে ঘটল কি জঞ্জাল।
বাবু গো ঘটল কি জঞ্জাল॥
শ্বশুর বলে, বেরো শালা,
শাশুড়ি গাল দেয় দু’বেলা,
ছুটে এসে মারলে শালা, চক্ষে ঝরে জল।
বাবু গো চক্ষে ঝরে জল॥
(আবার) খেতে এসে পাই না খেতে,
আলিস লাগলে পাই না শুতে,
বিছ্না আমার ঢিক্শালেতে, মশা মারি তালে তাল॥
বৌ-এ মারে নাক ঝাম্টা,
রেগে গেলে নাচে খেমটা,
আবার গাছ কোমরে ধরে ঝাঁটা, বলে পিঠের তুলব ছাল॥
নজরুল এসলামে গাই,
লেটোর এ আসরে ভাই,
কেহ থাক যদি ঘর জামাই, আমারে দিও না গাল॥