এসে হাওড়ার হাটে,
থেকো মন বিপাটে,
নেয় না যেন লুটে, আসিয়ে বাটপাড়।
নাও ভাই টিকিট করে,
পাঞ্জা মোহর মেরে,
চেপে প্যাসেঞ্জারে, যাবে হে তৎপর॥
লিলুয়া, বালী আর উত্তরপাড়া,
শ্রীরামপুর, কুচনগর পঞ্চ অফিস ছাড়া,
বৈদ্যবাটীপুরে, বৈদ্যেশ্বরে ধরে
হুগলী ভিতরে, চলে গেল ঝড়॥
মিসনগর, বাটকে আর দেবীপুর,
মেমারীর উধারে দেখবে রসুলপুর
নামবে এসে গাংপুর, বর্ধমান মাশুর,
টিকিট করে দস্তুর, নিবে তড়বড়॥
এই কয়েক অফিস যদি ছাড়া ভাই,
তালিতের উধারে জংশন পাওয়া যায়,
গলসী, পারাজ, হবে না নারাজ,
মন করে কি কাজ, যাবে পানাগড়॥
রাজবাঁধ কিংবা আর দুর্গাপুরে,
ওয়ারিয়া আর আণ্ডাল ধরে,
কালী পাহাড়ি ভিতরে, রানীগঞ্জ ধরে,
ইঞ্জিন গেল দূরে, নাম হে তৎপর॥
এসু ক্ষেপা বলে, বত্রিশ অফিস কোথা?
যে জনা বলিবে, সেই আমার পিতা,
ধরেছে কুমতি, ছাড়িয়ে সুমতি
করে রতি রতি, ভেঙে দেবে ধড়॥