লেটো গান
(বলি) ওষুদ উঠেছে কেমন ঝাঁটা পড়া।
(আহা) কেমন উঠেছে ওষুদ ঝাঁটা পড়া॥
এক ঝাঁটা খেলে পরে,
রোগীর রোগ যায় সেরে,
দু’ঝাঁটা খেলে পরে, হয় খাড়া॥
রোগ তো জ্বর নয়, রমণীর প্রেম হয়,
ঝাঁটার বাড়ি খেলে, প্রেম জ্বর ছেড়ে যায়,
প্রেম জ্বর, একেবারে হয় সারা॥
নজরুল এসলামে ভনে,
আসরে লেটোর গানে,
জ্বর গেল কোনখানে, খেয়ে বৌ-এর তাড়া॥