লেটো গান : ‘রাজা যুধিষ্ঠির’
তৃতীয় পাণ্ডব আমি নামেতে অর্জুন
যুধিষ্ঠির ছেড়েছেন অশ্ব, অশ্বমেধ যজ্ঞের কারণ॥
সেই অশ্ব লয়ে মোরা আনন্দিত মনে
যাচ্ছিলাম সেনাসহ জগৎ ভ্রমণে
এক পাষাণ দেহ পাষাণ করে ধরেছে সে ঘোড়া, আশ্চর্য বচন॥
কেন ধরিল অশ্ব, কে বটে সে পাষাণ
আশ্চর্য ব্যাপার, বল তাহার সন্ধান
এ আশ্চর্য দেখি আমি চিন্তান্বিত সর্বক্ষণ॥