মরুর বালু ভিজালো আজ নবীর জল

  • তাল : -

মরুর বালু ভিজালো আজ নবীর জল

মরুর বালু ভিজালো আজ নবীর জল।
মদিনা বাগের বুলবুলি আজ শহীদ মরুর তল॥
খোদা-প্রেমের এক দিওয়ানা,
নামটি যে তাঁর শাহ হোসেনা,
ফোরাতের জল সে পেল না, কি তকদিরের ফল॥
বেহেস্তে কাঁদে মা ফাতেমা,
আলী শাহ মাথে বাঁধে আমামা,
বলে, জুলফিকর হাতে নামিব কারবালা তল॥
কাঁদে হাজেরা জননী, ইব্রাহিম,
চোখ ফেটে যায় রহমানুর রাহিম,
সে অশ্রু-শিশির হয়ে ঝরে যে ধরনী তল॥