মোরা নাগরী মোরা মথুরা নগরের নাগরী

  • তাল : -

মোরা নাগরী মোরা মথুরা নগরের নাগরী

লেটো গান : ‘কংস বধ’

মোরা নাগরী, মোরা মথুরা নগরের নাগরী।
মোরা নাচি, মোরা গাহি, মোরা প্রেমের গীত করি॥
সেজেছি হে ফুল সাজে,
নূপুর ও কিংকিনী বাজে।
মোরা মাতাইব কংস রাজে, যত দুঃখ হরণ করি॥