বিড়াল বলে মাছ খাব না

  • তাল : -

বিড়াল বলে মাছ খাব না

লেটো গান

বিড়াল বলে মাছ খাব না,
আঁশ ছোব না, কাশী যাবো॥
ধুয়া
তাই দেখে এক বুড়ো বাঁদর,
গলাতে সে জড়িয়ে চাদর
বাঁদর বেটা বলছে হেসে –
[দর্শকদের দিকে চেয়ে – ‘কি বলছে?’]
(বলছে) আমি পৈতে নেবো, বামুন হবো॥
তাই শুনে এক ধেড়ে ইঁদুর,
কপালে সে দিয়ে সিঁদুর,
ইঁদুর বিটি বলছে হেসে –
[দর্শকদের দিকে চেয়ে – ‘কি বলছে?’]
(বলছে) আমি বামুণ্ডী ক্লাবের বৌ হবো॥