লেটো গান : ‘দেবযানী শর্মিষ্ঠা’
তেলের বাটি, গামছা হাতে, মোদের কাঁকালে কলসি গো।
ফুল তুলিতে সাঁতার কাটিতে, সরোবরে যাই গো॥
ফুল বাগে ফুলও তুলিব,
বসে বসে মালা গাঁথিব,
পরাবো সখির গলে গো॥
জলেতে নামিব জলকেলি করিব,
স্নানের শেষে কলসি ভরিব,
সারি বেঁধে ঘর ফিরবো গো॥