লেটো গান : ‘বনের মেয়ে পাখি’
হরি : মিছে হবে কল্পনা, তোর মিছে হবে কল্পনা।
সেই আগুনের ফুলকি হতে তোকেই দেবে যন্ত্রণা॥
ভূতনাথ : যা যা তোর কথা মোটে সত্য হবে না।
হরি : সত্য মিথ্যার প্রমাণ দেবে ঐ ভগবান,
আমি হলাম পথের পথিক, তুই বড় শয়তান।
পরের মন্দ করতে গেলে শান্তিরে তুই পাবি না॥