গীতি-আলেখ্য : ‘জীবন-স্রোত’ কেন তুই মরম ভাঙা বেদন সুরে, চাইলি ফটিক জল। ওরে ও চাতকী মরীচিকার পানে কেন ছুটলি অবিরল। কাল বোশেখী এই মাতনে মনের বাঁধন খোল্। ওরে তরীর লাগি ধরার বুকে আজকে আমার দোল্। স্বপন কথা এই আলোতে ভোল্ রে আজি ভোল্॥