পল্লীগ্রামে এক রকম লড়াই আছে

  • তাল : Druto-Dadra

পল্লীগ্রামে এক রকম লড়াই আছে

‘কবির লড়াই’ (প্রথম খণ্ড)

বয়ান : পল্লীগ্রামে এক রকম লড়াই আছে, তাকে বলে ‘কবির লড়াই’। এতে একজন দেয় ‘চাপান’ আর একজন দেয় ‘কাটান’। আমাদের এই লড়াই-এর প্রথম কবিওয়ালার যে-লোকটি আসর থেকে Prompt করছিল, সে ছিল একজন কয়ালি অর্থাৎ ধান মাপতো। সে ভুল ক’রে কবিওয়ালার খাতার বদলে ধানের হিসাবের খাতা এনে তাই দেখে ব’লে যাচ্ছে, আর কবিওয়ালাও তাই গেয়ে যাচ্ছে। প্রথমে ঢুলির বাজনা হচ্ছে।

কবিয়াল : বড় সঙ্কটে পড়েছি মাগো, দেও মা পদতরী – ত’রে যাই।
কয়ালি : তেরো’শো পঁচিশে পৌষ, গুজরতে খোদ্ খেদু মোড়ল,
সাড়ে সতের আড়ি ধান।
কবিয়াল : তেরো’শো পঁচিশে পৌষ, গুজরতে খোদ্ খেদু মোড়ল,
সাড়ে সতের আড়ি ধান।
ওরে না রে না, ওরে না রে না, কয়ালি কী কওয়ালি, অ্যা?
ধানের খাতার হিসাব ব’লে কুল-মান মোর সব খোয়ালি?
কয়ালি কী কওয়ালি! কয়ালি কী কওয়ালি!
ষাড়ের মাথায় ঢুঁস্ মারতে এসেছে ঐ ভেড়া,
আর পাহাড়ে মাথা ঠুকতে এলো টেকো-মাথা ন্যাড়া।
[উর্-র-র লাগাও চাঁটি, লাগাও চাঁটি, টাক্ ভেঙে যাক্,
টাক্ চাগি’ দে, টাক্ চাগি’ দে
উর্-র,-র, টাক্, উর্-র-র টাক্, উর্-র-র টাক]
পের্থম ভাগ পড়েনিকো, এলেন কবি গান গাইতে,
আর লাবতে নারে ডোবায়, এলো সমুদ্দুরে লাইতে।
[ওরে নাকানি চোবানি, নাকানি চোবানি, নাকানি চোবানি।]
চাপন দিবো বাবুরা সব শুন অতঃপর,
এই চাপানের চোটে বাছার আসবে কেঁপে জ্বর।
[ধর্ ধর্ লেপ ঠেসে ধর্, ধর্ ধর্ লেপ ঠেসে ধর্,
মালোয়ারি জ্বর, লেপ ঠেসে ধর্]
বলি ভূতের বাপের নাম কি, অ্যা?
আর ডিম দেয় কোন্ ঘোড়ায়?
দশটা মুণ্ডু নিয়ে রাবণ কেমন ক’রে ঘুমায়?
শিবের মাথায় গঙ্গা, হয় না কেন সর্দি?
আর বলতে পারলে ব’লবো কবি, নয় একদম রদ্দি।
[কুড়ি কুড়্ কুড়্ কাঁকুড়্ কাঁকুড়্, মুড়ি কুড়, কুড়্ কাঁকুড়্ কাঁকুড়্
ঝিনেদা চ’লে যা ঝা, কুর্ ঝিনেদা চ’লে যা ঝা,
কুর্ ঝিনেদা চ’লে যা ঝা]
বয়ান : যার সাথে পাল্লা দিচ্ছিল, তার নাম গুমানি।
কবিয়াল : বলি গুমানির নাম নিয়ে তুই যে মান্ করিস্ এত,
ঐ নামের প্রথম অক্ষর কি? জানে সকলে তো।
[গুমানি কবি রে, হায় হায় মরি মরি গুমানি কবি রে]
গুমানি? ও গুমানি? গুমানি? ও গুমানি, ও গুমানি?
গুমানি-র ‘মানি’ গেলে রইবে নাকি কি,
আর পায়ে মাড়ালে লাইতে যে হয়, ব’লবো না নাম আরে ছি!
আরে ছি! আরে থু!
ধর্, ধর্ নাক ঠেসে ধর্, ধর্ ধর্ ন্যাজ ঠেসে ধর্
ল্যাজ ঠেসে ধর্, ঠেসে ধর্, ঠেসে ধর্, ল্যাজ ঠেসে ধর্,
উর্ মিন্সে জবর জং, উর্ মিন্সে জবর জং,
দেখ্ মিন্সে কেমন সঙ॥