লীলা রসিক শ্রীকৃষ্ণ লীলার আদি অন্ত কে পায়।
কোটীরূপে অনন্ত-অরূপ সে খেলিয়া বেড়ায়॥
কভু বিষ্ণু স্বয়ং গোলক-বিহারী কভু গোপী সখা কাননচারী,
কভু মুরলীধারী কভু মুরারি কভু রাধা মাধব কভু কুব্জারে চায়॥
নিপট কপট কভু শঠ ননীচোর, কভু কংস-অরি কভু নওল কিশোর
কভু বনের রাখাল, কভু ভয়াল করাল
কভু গীতা উদ্গাতা কভু রাজা দ্বারকার, তার আদি অন্ত কে পায়॥