তোমার নামের বরমালা দাও গলে
তোমার রাহের কর মোরে রাহী॥
ফরজ ওয়াজেব আমি জানি না হে স্বামী
তোমার নামে মশগুল দিবাযামী
চাহি না শাফাৎ বেহেশ্ত দৌলত
হে প্রভু শুধু তোমারে চাহি॥
পতঙ্গ যেমন ধায় প্রদীপ পানে
তোমার জ্যোতি মোরে তেমনি টানে
তোমার বিরহে নিশিদিন কাঁদি
পরানে আমার শান্তি যে নাহি॥
আমারে রাখ তব প্রেমে ছেয়ে
বিশ্ব ভুলি যেন তোমারে পেয়ে,
নদী যেমন যায় সাগরে ধেয়ে
তেমনি ছুটি যেন তব নাম গাহি॥