কি জানি পইড়াছে বন্ধু মনে,
বুক ফেটে যায় বন্ধুর বিহনে॥
সখি গো যাইতে যমুনার জলে
দেখা হলো কদমতলে
কি কারণে চাইল না মোর পানে,
আমায় দেখে বাঁকা আঁখি ফিরাইল কেনে॥
যার সনে যার ভালোবাসা,
কদিন থাকে মনের গোঁসা
বাঁচি না ঐ প্রাণবন্ধু বিহনে,
রাস্তাঘাটে দেখা হ’লে ডাক দিলে না শোনে॥
তার সনে কইরে পিরিতি,
রইল খোঁটা গেল জাতি
জলাঞ্জলি দিলাম কুলমানে
তার জন্য কান্দি না সখি, কান্দি তার গুণে॥