চঞ্চল হিয়া বারে বারে হায় যারে চায় তারে নাহি যে পায় তাই সে কেঁদে সুধায় সে কোথায় সে কোথায় হায় গো সে কোথায়॥ মোর মত হা হুতাশ করে আকাশ বাতাস শিশির বিন্দু হয়ে আঁখি ঝরে যায়।