তোমার দেওয়া ব্যথা, সে যে তোমার হাতের দান।
তাই তো সে দান মাথায় তুলে নিলাম, হে পাষাণ॥
তুমি কাঁদাও তাই ত বঁধু
বিরহ মোর হল মধু,
সে যে আমার গলার মালা তোমার অপমান॥
আমি বেদীমূলে কাঁদি, তুমি পাষাণ অবিচল,
জানি হে নাথ, সে যে তোমার পূজা নেওয়ার ছল।
তোমার দেবালয়ে মোরে
রাখলে পূজারিণী ক’রে,
সেই আনন্দে ভুলেছি নাথ সকল অভিমান॥