দেবতা কোথায় স্বর্গের পানে চাহি’ অসহায় কাঁদি বৃথাই।
নাই অমরায়, বিগ্রহে নাই, মন্দিরে নাই তীর্থে নাই॥
কংস-কারার পাষাণ-পুরীতে
বন্দীর সাথে দেখেছি ঝুরিতে
(ওরে) চল্ সবে সেই তীর্থ-ভূমিতে
সেথা গিয়ে মোরা কেঁদে লুটাই॥
ক্ষুধিত, পীড়িত উপবাসীদের মাঝে
তাঁহার বেদনা-রক্ত চরণ-রাজে
কাঁদে দুর্বল যথায় দৈন্য লাজে সেথা তাঁর গীতা শুনিতে পাই॥
ঘুমায় সে সিন্ধুতে নারায়ণ
(সেথা) সুরাসুর মিলে তোল্ আলোড়ন
দেবতা জাগাতে আরো মন্থন আরো সহন পীড়ন চাই॥