বন্ধু আমার হারিয়ে গেছে অন্ধকারে

বন্ধু আমার হারিয়ে গেছে অন্ধকারে

বন্ধু আমার হারিয়ে গেছে অন্ধকারে
সে দিন হতে তািই বাঁশরি আর বাজে না রে॥
আজো বকুল ফোটে কুঞ্জে মম মধুমাসে
দুয়ার খুলে ভাবি মনে বঁধু আসে,
মোর আশার প্রদীপ যায় গো নিভে
বারে বারে অন্ধকারে॥
নয়নে মোর আসে না ঘুম চাঁদের হাসি দেখে;
আরেকটি চাঁদ হারিয়ে গেছে আমার ভুবন থেকে।
আজো বেলা শেষে অশ্রু-নদীর তীরে তীরে
কত যুগের আশা যেন কেঁদে মরে।
কবে মনের সাথী আসবে ফিরে
মনের দ্বারে কুঞ্জ দ্বারে॥