মহাদেবী উমারে আজি সাজাবো হর-রমা সাজে। মহামায়ার বুকে তাঁরি মায়ার শর দেখবো কেমন বাজে॥ হরমোহিনী বিনা এই ত্রিদিবে কে ভোলাবে দেবাদিদের শিবে, শিব হলে অচেতন পুন জাগিবে মদন, চলিবে নিলাজ কামনা-লীলা বিশ্ব মাঝে॥