এখনো মেটেনি আশা

  • তাল : Dadra

এখনো মেটেনি আশা

এখনো মেটেনি আশা এখনো মেটেনি সাধ।
এখনো নয়ন মানে নাই তার চাহনির অপরাধ॥
আজো ঢেউগুলি নীল সায়রের কোলে
জল-তরঙ্গে ঝঙ্কার তোলে
পিয়াসী চাতক আজো চেয়ে ফেরে বরষার পরসাদ॥
কবে ফুটছিল রূপের কুসুম বনানীর লতা-গাছে,
আজো গৌরী-চাঁপার রঙটুকু তার মরমে লাগিয়া আছে।
চ’লে গেছে চাঁদ আলো আবছায়
দাগ ফেলে হিয়া-আয়নার গায়
থেমেছে কানুর বাঁশরি থামেনি যমুনার কলনাদ॥