বছর ফিরল ফিরল না বউ

  • তাল : kaharba

বছর ফিরল ফিরল না বউ

বছর ফিরল ফিরল না বউ ভাইয়ের বাড়ির থনে
হালার হুমুন্দিরা দ্যায় না ছাইর‌্যা হাইরে আসছি রণে
তাগর সনে মুই হাইরে আসছি রণে॥
বহিন ঘরে রাইখ্যা কি ভাই (কন্‌ দেহি কর্তা)
আপনি হালায় হইবো বোনাই, দুষ্‌খু আমার কারে হোনাই
হায়রে যামু কনে॥
মুই পাগল হইলাম ছাগল হইলাম বউ বউ কইরা ডাইক্যা
(বউ, মুই তোমার লাইগ্যা পাগল ঐয়া আবোল তাবোল পেচাল পাড়ছি,
মুই ছাগল ঐছি, এ্যাঁও, ... এ্যাঁও...)।
বউয়ের লাইগ্যা ভেউর হইছি গোপ দাড়ি চুল রাইখ্যা।
ঘরের মাচার লাউ ছিল সে (বোঝ্‌ঝেন্‌নি কর্তা)
উপরি পাওনা ফাউ ছিল সে, মায়ের চোখের ঘুম ছিল সে
তার সোয়ামিরে বিধবা কইর‌্যা গেল ভাইয়ের সনে॥
সে ছিল মোর কোলের মেউর ছিল বাস্তু পেঁচা
(একদিন) রাগের মাখায় কইর‌্যা ছিলাম তারে আদা ছ্যাঁচা। উঁহ্‌
দশ হালায় মোর দশটা খুইন্যা (ওরে বাবা)
ছুইট্যা আইল তাইনা হুইন্যা
মোরে দিল যেন তুলা ধুইন্যা ফেইলে কচু বনে।
(দেহের কর্তারা মোর পিঠের ঘা অ্যাহনও শুহোয়নি)
এবার মলে বউয়ের ভাই হমু মুই ভাইব্যা রাখছি মনে॥