মদির আঁখির সুধায় সাকি ডুবাও আমার এ তুন মন
আজিকে তোমায় ও আমায় বেদনার বাসর জাগরণ।
মদালস ও আঁখি তব, সাকি, দিল দোলা প্রাণে
বাদল-ছাওয়া এ গুল্-বাগিচায় বুলবুল কাঁদে গজল গানে॥
গোলাবী গুলের নেশা ছিল মোর ফুলেল্ ফাগুনে।
শুকায়ে গিয়াছে ফুলবন, নাই গোলাব গুলিস্তানে॥
শুনি, সাকি তোমার কাছে ব্যথা-ভোলার দারু আছে –
হিয়া কোন্ অমিয়া যাচে জান তুমি, খোদা জানে॥
দুখের পশরা লয়ে বিফল কাঁদিয়া বৃথা (সাকি)।
সকলি গিয়াছে যখন যাক ঈমান শারাব পানে॥