বঁধু আমি ছিনু বুঝি বৃন্দাবনের রাধিকার আঁখি-জলে।
বাদল সাঁঝের যুঁই ফুল হয়ে আসিয়াছি ধরা তলে॥
তাই যেমনি মিলন সাধ ওঠে জেগে
তুমি লুকাও হে চাঁদ বিরহের মেঘে, (তাই)
আমি পুবালি পবনে ঝরে যাই বনে দলগুলি যেই খোলে॥
বঁধু এই বুঝি হায় নিয়তির লেখা মিলন আমার নহে –
ক্ষণিকের শুভ-দৃষ্টি লভিয়া কাঁদিব পরম বিরহে।
বুঝি মিলন আমার নহে -
আসিব না আমি মাধবী নিশীথে
বরষায় শুধু আসিব ঝুরিতে,
অসহায় ধারা-স্রোতে ভেসে যাব, মালা হব না কো গলে॥