বেদনা বিহ্বল পাগল পুবালি পবনে
হায় নিদ-হারা তার আঁখি-তারা জাগে আনমনা একা বাতায়নে॥
ঝরিছে অঝোর নভে বাদল,
হিয়া দুরু দুরু মন উতল,
কাজলের বাঁধ নাহি মানে হায়-অশ্রুর নদী দু’ নয়নে॥
মন চলে গেছে দূর সুদূর –
একা প্রিয় যথা ব্যথা-বিধুর,
এ বাদল রাতি কাটে বিনা সাথি, তারি কথা শুধু পড়ে মনে॥