তোমার কালো রূপে যাক না ডুবে সকল কালো মম,
হে কৃষ্ণ প্রিয়তম!
নীল সাগর-জলে হারিয়ে যাওয়া নদীর জলের সম॥
কৃষ্ণ নয়ন-তারায় যেমন আলোকিত হেরি ভুবন,
তেমনি কালো রূপের জ্যোতি দেখাও নিরুপম॥
যাক মিশে আমার পাপ-গোধূলি তোমার নীলাকাশে,
মোর কামনা যাক ধুয়ে তোমার রূপের শ্রাবণ মাসে।
তোমায় আমায় মিলন থাকুক (যেমন) নীল সলিলে সুনীল শালুক
তুমি জড়িয়ে থাকো (গো) আমার হিয়ায় গানের সুরের সম॥