দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে।
বেহোশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে॥
হায় গো খোদা, কেন মোরে
পাঠাইলে হায় কাঙাল ক’রে;
যেতে নারি প্রিয় নবীর মাজার শরীফ জিয়ারতে॥
স্বপ্নে শুনি নিতুই রাতে-যেন কাবার মিনার থেকে
কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমেরে ডেকে ডেকে।
ইয়া ইলাহি! বল সে কবে
আমার স্বপন সফল হবে,
গরিব বলে হব কি নিরাশ, - মদিনা দেখার নিয়ামতে॥