মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে।
তাই কিরে তোর কণ্ঠেরি গান(ওরে) এমন মধুর লাগে॥
ওরে গোলাপ নিরিবিলি
নবীর কদম ছুঁয়েছিলি –
তাঁর কদমের খোশবু আজো তোর আতরে জাগে॥
মোর নবীরে লুকিয়ে দেখে
তাঁর পেশানীর জ্যোতি মেখে,
ওরে ও চাঁদ রাঙ্লি কি তুই গভীর অনুরাগে॥
ওরে ভ্রমর তু্ই কি প্রথম
চুমেছিলি তাঁহার কদম,
গুন্গুনিয়ে সেই খুশি কি জানাস্ রে গুল্বাগে॥