কথা কইবে না বউ, তোর সাথে তার আড়ি, বউ মান করেছে, আজি চলে যাবে বাপের বাড়ি॥ বউ কস্নে কথা কস্নে, এত অল্পে অধীর হ’স্নে ও নতুন ফুলের খবর পেলে পালিয়ে যাবে তোকে ফেলে, ওর মন্দ স্বভাব ভারি॥