তুমি বেণুকা বাজাও কার নাম লয়ে শ্যাম –
মোর সাধ যায় হরি আমি যদি সেই কিশোরী হইতাম॥
সেই প্রেম মোরে দাও গো শ্রী হরি,
যে প্রেমে নেমে আস রূপ ধরি,
যে প্রেমে কাঁদো যমুনার তীরে তুমি লয়ে ‘রাধা রাধা’ নাম॥
সেই প্রেম দাও যে প্রেমে ভোল তুমি হে শ্রী ভগবান,
রাধার দুয়ারে ভিক্ষা চাহিয়া নিতি সহ অপমান।
মোর আঁখি হয়ে উঠুক কমল,
দাও প্রিয় মোরে সেই আঁখি জল;
দাও সে বিরহ দাও যে বিরহে এই ধরা হয় ব্রজধাম॥