কালো পাহাড় আলো

  • তাল : Dadra

কালো পাহাড় আলো

কালো পাহাড় আলো করে কে ও কে কালো শশী,
নিতুই এসে লো বাজায় বাঁশি কদম তলায় বসি॥
সই লো মানা কর্‌ না ওকে,
ও চায় না যেন অমন চোখে,
ওর চাউনি দেখে অলপ বয়সে হলাম দোষী॥
গুরুজনের সে ভয় করে না,
বাঁকিয়ে ভুরু ডাকে – সে ডাকে, আমারে সে ডাকে।
রাতের বেলায় চোরের মত চাহে বেড়ার ফাঁকে।
আমি না চাহিলে নূপুর ছুঁড়ে
কলসি ভেঙে পালায় দূরে,
আমি মরেছি সই প’রে তাহার বনমালার রশি॥